বুধবার, ২২ মে ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন




কেন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন জানালেন ডেভিড ক্যামেরন

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪ ১১:২৬ am
Israel Palestine Jerusalem Gaza Strip প্যালেস্টাইন ইসরায়েল ফিলিস্তিন উপত্যকা গাজা ভূখণ্ড শহর ইসরাইল
file pic

যুগ যুগ ধরে ফিলিস্তিনিরা নিজ ভূমে পরাধীন। দখলদার ইসরাইল তাদের বিতাড়িত করে আসছে।এ বিষয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরাইলি বসতির কারণে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন হয়ে পড়েছে।

তিনি মঙ্গলবার ফিলিস্তিন-ইসরাইল সঙ্কটের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা বলার সময় এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

তিনি এ সময় ইসরাইলি বসতি কিভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাঁধা হয়ে পড়েছে সেটিও উল্লেখ করেন।

ব্রিটেনের হাউস অব লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির একটি সেশনে ক্যামেরন আরো বলেন, পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ দখলদারিত্ব ফিলিস্তির রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়।

ক্যামেরন বলেন, তারা চতুরতার সঙ্গে বসতি স্থাপন বাড়াচ্ছে।এটি আমাদের চিন্তার বিষয়। এতে করে দ্বিরাষ্ট্রিক সমাধান দিন দিন অসম্ভব হয়ে পড়ছে।

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন তবে একেবারেই অসম্ভব নয়।ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তবে এটাও ঠিক যে সবাই স্বীকৃতি দিলেই ফিলিস্তিন রাষ্ট্রগঠন হয়ে যাবে এমন নয়।এখানে একটি সরকার গঠন,সক্ষমতা বাড়ানো ও অর্থনৈতিক সহযোগিতারও প্রয়োজন রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনে কোনো প্রক্রিয়ায়-ই স্থায়ী শান্তি আসবে না, যতক্ষণ ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতি আনার জন্য ফিলিস্তিন রাষ্ট্রগঠন জরুরি বলেও জানান তিনি।

ক্যামেরন বলেন, সেৌদি যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, এটি একদিক থেকে তেলআবিবের জন্য বড় একটি পদক্ষেপ হবে।কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD