সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন




ইসির গণবিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচন পর্যবেক্ষকের প্রাথমিক তালিকায় ৭৩ সংস্থা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৩ am
CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার
file pic

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো: আশাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ পর্যন্ত ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এই সংস্থাগুলোর নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য ইতোমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত তালিকার ৭৩টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে যদি কারো কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকে, তবে তা লিখিতভাবে জানাতে হবে। আপত্তি জানানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর ২০২৫। নির্ধারিত সময়ের মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর আপত্তি জমা দিতে হবে।

আপত্তি দাখিলের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করেছে ইসি। আপত্তিকারীকে তার নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি অভিযোগের স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদি সংযুক্ত করতে হবে এবং ছয় কপি আপত্তিপত্র জমা দিতে হবে। পরবর্তী সময়ে এসব আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে কমিশন যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের সময় দেশী-বিদেশী পর্যবেক্ষকরা ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করে থাকেন। তাদের রিপোর্ট দেশের ভেতরে ও বাইরে নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধনের আগে খুঁটিনাটি যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থার ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশের নির্বাচনগুলোতেও বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অংশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। এবারের নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে ইসি পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত ও স্বচ্ছভাবে পরিচালনা করছে।বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ

৭৩টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার বিস্তারিত তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বাসস




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD