সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন




মাদরাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৮ am
Qawmi Madrasa Education Commission কওমি মাদরাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষক
file pic

মাদরাসা শিক্ষা যুগোপযোগীকরণ, সম্প্রসারণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে মাদরাসার নবম শ্রেণিতে এই বিভাগ চালুর প্রস্তুতি নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। আগ্রহী মাদরাসাগুলোকে আবেদনের জন্য আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক আমার দেশকে বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থায় একসময় একমুখী তথা শুধু মানবিক বিষয় চালু ছিল। পরবর্তীতে বিজ্ঞান বিষয় চালু হয়। বিজ্ঞানের মাধ্যমে মাদরাসাপড়ুয়া ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে; বিভিন্ন দেশে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় এ বছর সিদ্ধান্ত হয়েছে যে, মাদরাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ খোলা হবে। এই কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে একাধিক সেমিনার-ওয়ার্কশপ করে পাঠ্যবই চূড়ান্ত করা হয়েছে। বই প্রকাশের দায়িত্ব এনসিটিবির। আমরা তাদের কাছে বইয়ের পাণ্ডুলিপি হস্তান্তর করব।

তিনি আরো বলেন, আমরা মনে করি মাদরাসা থেকে পড়ে সব সেক্টরে লোক যাওয়া দরকার। সেজন্য আগামী জানুয়ারি থেকেই নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করব।

বোর্ডের চেয়ারম্যান বলেন, যাদের সক্ষমতা আছে, ছাত্রসংখ্যা বেশি, মানবিক ও বিজ্ঞান আছে, এ বছর অষ্টম শ্রেণিতে কমপক্ষে ১০০ ছাত্র আছে, তারা আবেদন করতে পারবে।

তিনি বলেন, ব্যবসায় শিক্ষা খুললে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক পেতে সময় লাগবে। তার আগ পর্যন্ত যাদের নিজ উদ্যোগে পার্টটাইম শিক্ষক নিয়োগের সক্ষমতা আছে, তারা আবেদন করতে পারবে। ক্লাসরুমের সংকট নেই, অবকাঠামোগত সমস্যা নেইÑএ ধরনের শর্ত দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আবেদনগুলো যাচাই-বাছাই করে সংখ্যা যত কমই হোক না কেন, চালুর অনুমতি দেওয়া হবে।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, কারিকুলাম ও পাঠ্যবই প্রস্তুত করার পরও আওয়ামী সরকারের বাধায় এতদিন ব্যবসায় শিক্ষা শাখা খোলা যায়নি। এখন ব্যবসায় শিক্ষাধারাকে ইসলামিকরণের

দিকে যাচ্ছে মাদরাসা বোর্ড। এজন্য সিলেবাস কারিকুলাম নতুন করে ডিজাইন করা হচ্ছে।

আগামী শিক্ষাবর্ষে নবম এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আলিম পর্যন্ত এই শাখা চালু হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক নোটিসে এ বিষয়ে মাদরাসা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোয় ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালু করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD