বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন




পোস্টাল ব্যালটে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৯:২০ pm
ব্যালট বাক্স CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট
file pic

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় ৬ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটাররা।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারিত ছিল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার (আজ) পর্যন্ত। এটা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

তিনি বলেন, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ভোটারদের এই নিবন্ধন শুরু হয়েছিল। যারা এখনও নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

আগামী শনিবার সারাদেশের সব তপশিলি ব্যাংক খোলা রাখার জন্য ইসি নির্দেশ দিয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, আগামী শনিবার তপশিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি। যাতে মনোনয়নপত্র দাখিলের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলো এবং ব্যাংকের কোনো বিষয় থাকলে, সেটা যেন সম্ভাব্য প্রার্থী বা তাদের এজেন্টরা ঠিকমত সম্পন্ন করতে পারেন।

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাই আচরণবিধি মেনে চলবো। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।

বাংলাদেশ ব্যাংককে ইসি’র চিঠি

এদিকে, বড়দিন ও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন ব্যাংক বন্ধ থাকায় মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে ইসি।

বুধবার ইসি’র উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংককে পাঠানো হয়। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড় দিন) এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী তিনদিন সকল তপশিলি ব্যাংক বন্ধ থাকবে।

এতে বলা হয়, প্রার্থী কর্তৃক মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা জমা দেওয়ার বিধান রয়েছে। ওই তিনদিন প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুযোগ নেই।

চিঠিতে আরও বলা হয়, প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর শনিবার সারাদেশের সকল তপশিলি ব্যাংক খোলা রাখতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD