মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন




ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প, কথা বলবেন মাস্কের সঙ্গে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ ১০:০৮ am
file pic

ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করার লক্ষ্যে দেশটিতে স্টারলিংক পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য স্পেসএক্স’র প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যদি সম্ভব হয়, আমরা ইন্টারনেট চালু করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের কাজে ইলন খুবই দক্ষ। আপনাদের সঙ্গে কথা শেষ করেই আমি তাকে ফোন করব।’

উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দ্রুত তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD