বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন




সমমনাদের জন্য আরও ৮ আসনে ছাড় দিলো বিএনপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:১৭ pm
Twelve political parties new alliance political parties BNP-led 20-party 12 party alliance ১২ দলীয় জোট বারো দলীয় জোট যুগপৎ আন্দোলন বিএনপি সরকার-বিরোধী জোট শরিক রাজনৈতিক গণতান্ত্রিক
file pic

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের অংশ হিসেবে বিএনপি তার শরিকদের জন্য আরও আটটি আসনে প্রার্থী ছাড় দিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-১২), নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), গণঅধিকার পরিষদের নুরুল হক নুর (পটুয়াখালি-৩), গণঅধিকার পরিষদের রাশেদ খান (ঝিনাইদহ-৪), গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১) ও ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস (যশোর-৫) এই আসনগুলোতে লড়বেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না এবং তাদের সমর্থন জানাবে।

এছাড়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বুধবার গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন।

বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যে আসনে শরিকদের জন্য প্রার্থী ছাড় দেয়া হয়েছে সেখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ২৩ ডিসেম্বর বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে চারটি আসনে প্রার্থী ছাড়ার ঘোষণা দিয়েছিল। বিএনপি ইতিমধ্যেই ২৭২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। বাকি ২৮ আসনের মধ্যে ৪টি আসন জমিয়তের জন্য, ৭টি আসন আজ শরিকদের জন্য ছাড় দেয়া হলো। এখনও ১৬টি আসন বাকি রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD