 
																
								
                                    
									
                                 
							
														চীনের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোন দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, অহেতুক বিতর্ক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার।
এ সময় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো চাপ নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন