শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন




বিদ্যুৎ আমদানি পরিশোধের নিয়ম সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৫:৫৯ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

বিদ্যুৎ আমদানি বাবদ অর্থপ্রদানের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদ্যুৎ আমদানির বিপরীতে বিদেশে অর্থ প্রেরণ করতে পারবে। এ জন্য আর আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে সহজ করা। এটি সরকার অনুমোদিত দ্বিপাক্ষিক বিদ্যুৎ ক্রয় ব্যবস্থার আওতায় প্রযোজ্য হবে। নির্দেশনা অনুযায়ী, কিছু শর্ত সাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর কাছে আমদানিকৃত বিদ্যুতের বিপরীতে অর্থ প্রেরণ করতে পারবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়মকানুন, গ্রাহক যাচাই, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক নীতিমালা অনুসরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া যেখানে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন হলে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে। এই পদক্ষেপ আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানির আর্থিক লেনদেনকে সহজ করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD