নতুন গান, স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বর্তমানে তিনি লন্ডনে থাকলেও ক’দিন আগেই ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। তার আগে চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন। চলতি বছর প্রকাশ হয়েছে তার কণ্ঠের বেশ কিছু গান। এগুলোর মধ্য থেকে একাধিক গান হয়েছে শ্রোতাপ্রিয়।
বিভিন্ন কোম্পানির পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের জন্যও নিয়মিত গান করছেন ন্যান্সি। এদিকে, লন্ডন যাওয়ার দু’দিন আগেও দু’টি নতুন গান রেকর্ড করেছেন তিনি। এরমধ্যে একটি গানে তার সহশিল্পী জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে তারা একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘আমি পাথরে ফুল ফোটাবো ২.০’ শিরোনামের এই গানে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত হয় গানটি। এন্ড্রু কিশোরের কণ্ঠ, মিল্টন খন্দকারের লেখা এবং আলম খানের সুর- সবমিলিয়ে গানটি পেয়েছিল দারুণ জনপ্রিয়তা। নতুন ভার্সনে মূল গানের প্রথম দুই লাইন ব্যবহার করা হয়েছে। তাই নাম দেয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাবো ২.০’।
গানটি লিখেছেন রিজার্ভ ওয়াহিদ আর সুর ও সংগীত ইমরানের। এর বাইরে মোহাম্মদ মিলনের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গানেরও কম্পোজিশন ইমরানের। এর বাইরে আরও একাধিক নতুন গানের কাজ চলছে ন্যান্সির। লন্ডন থেকে ফিরে তাতে কণ্ঠ দেবেন। এ গায়িকা বলেন, লন্ডন আসার ঠিক আগেই দু’টি গানে কণ্ঠ দিলাম। খুব ভালো লেগেছে গান দু’টি। এর বাইরেও একাধিক গান রয়েছে পাইপলাইনে। দ্রুতই সেগুলো প্রকাশ হবে। লন্ডন সফর প্রসঙ্গে ন্যান্সি বলেন, এটা ব্যক্তিগত সফর বলতে পারেন। কিছু কাজ রয়েছে। পাশাপাশি লন্ডন ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে।