শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন




ঋণ খেলাপি: বাগদাদ গ্রুপের এমডি ও তার মায়ের কারাদণ্ড

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৮:৩৩ pm
file pic

ব্যাংক এশিয়া লিমিটেডের খেলাপি ঋণ পরিশোধ না করায় বাগদাদ গ্রুপের এমডি ফেরদৌস খান আলমগীর ও তার মা মনোয়ারা বেগমকে পাঁচমাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ মার্চ) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ব্যাংক এশিয়া লিমিটেড চট্টগ্রামের শেখ মুজিব রোড শাখার দায়ের করা একটি অর্থ ঋণের মামলার পরিপ্রেক্ষিতে এ জারি মামলার সৃষ্টি হয়েছে। ২০১৭ সালের ৫ নভেম্বর বিবাদীদের ১২ শতাংশ হার সুদে ১১ কোটি ৬৮ লাখ দিতে আদেশ দেন আদালত। একই আদেশে সব টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়। কিন্তু আসামিরা তা পরিশোধ না করায় ২০১৭ সালের ২৩ নভেম্বর ২১ কোটি ৭৪ লাখ টাকা আদায়ের দাবিতে এ মামলা দায়ের করা হয়।

অর্থ ঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, মামলা দায়ের হওয়ার প্রায় ১৩ বছরের বেশি অতিক্রান্ত হলেও বিবাদীরা কোনো পাওনা পরিশোধ করেননি। এছাড়া বিবাদীদের বন্ধকী সম্পত্তি থেকে কোনো টাকা আদায় করা যায়নি। এজন্য দুজনের প্রত্যেককে পাঁচ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD