বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন




সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থী চূড়ান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:০৮ pm
SCBA Bangladesh Supreme Court Bar Association court Bar Association আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি
file pic

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেল। ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে প্রর্থী চূড়ান্ত করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বৈঠক শেষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিশ্চিত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বৈঠক ডাকা হয়। তারই ধারাবাহিকতায় বৈঠক শেষে এ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

তিনি বলেন, আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এদিন বিএনপির পল্টন কার্যালয়ে ঘোষণা করা হয়েছে। সভাপতি-এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক-মো. রুহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি ২ জন হলেন-হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ-রেজাউল করিম, সহ-সম্পাদক – মাহফুজুর রহমান মিলন আব্দুল করিম, সদস্য-ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ এবং মো. ইব্রাহিম খলিল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়।

নির্বাচনি তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি রাতে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাদা প্যানেলের সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের প্রার্থী ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর আর সম্পাদক পদে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেওয়া হয়। সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও হুমায়ুন কবিরকে মনোনয়ন দেওয়া হয়।

আর সদস্য পদে লড়বেন সৌমিত্র সরদার রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD