এবার ঈদযাত্রায় আরও ৫৫০ বাস যুক্ত করার পরিকল্পনা করেছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসি।
রাজধানীতে চলাচল করা ৬০০ বাসের মধ্যে থেকে এসব বাস ঈদযাত্রায় যুক্ত হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
সোমবার মতিঝিলে বিআরটিসি ভবনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা গত সপ্তাহে ঈদে উপলক্ষে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকার জন্য ৫০টি রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে।
“এছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি আকারে কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব।”
বিআরটিসির আর কোনো বাস লিজ দেওয়া হবে না বলেও জানান চেয়ারম্যান।
“আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টি লিজে আছে। আমরা আর গাড়ি লিজে চালাব না। এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।”
২০২০ সালে ১৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি; ২০২১ সালে ১৭৬২টি বাসের মধ্যে ১১০৬টি বাস অনরুট ছিল, ২০২২ সালে ১৩৫০টি বাসের মধ্যে ১২৩৩ এবং ২০২৩ সালে ১২৫৩টি বাস অনরুট ছিল বলে জানান তিনি।
বিআরটিসি এক সময়ে অলাভজনক প্রতিষ্ঠান হলেও বর্তমানে লাভজনক হিসেবে দাঁড়িয়েছে দাবি করেন তাজুল ইসলাম।
তিনি বলেন, “লাভের পাশাপাশি সেবা বৃদ্ধির চেষ্টায় আমরা কাজ করছি। অনেকে আমাকে প্রশ্ন করেন বিআরটিসির যাত্রী কমেছে কিনা? কিন্তু না, বর্তমানে ডাবল হয়েছে যাত্রী, আয় হচ্ছে দ্বিগুণ। আমাদের গতবছরের থেকে ২৫ শতাংশ যাত্রী বেড়েছে। আগে আমরা ৬ কোটি ৩০ লাখ টাকা বেতন দিয়েছি। তাও আবার চার মাস আগের বকেয়া বেতন।
“কিন্তু বর্তমানে আমরা ১০ কোটি ৬৩ লাখ টাকা বেতন দিচ্ছি। প্রতি মাসের বেতন ১ তারিখে দিয়ে দিচ্ছি। বেতন-বোনাস সবই পরিশোধ করছি। এছাড়া পূর্বের বকেয়া বেতন-বোনাসও পরিশোধ করছি।”
চেয়ারম্যান বলেন, “এখন আমরা লাভজনকভাবে যাত্রা শুরু করেছি। আমরা একটা ওয়েতে আছি, আমাদের অনেক দূর যেতে হবে। ইতিমধ্যে কক্সবাজারের নতুন ডিপো লাভজনকভাবে চলছে, যেখানে অনেক পুরাতন ডিপো এখনও লাভের মুখ দেখেনি।
“স্মার্ট স্কুল সার্ভিস চালু হতে চলছে ঢাকায়। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আমরা বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করব।”