সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন




প্রথম ওয়ানডেতে জয়ের পর দলে পরিবর্তন আনলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৫:০৪ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb
file pic

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্পিনাররা পেয়েছিলেন বাড়তি সুবিধা। পরবর্তী দুই ম্যাচেও একই ধরনের স্পিন সহায়ক উইকেট থাকবে বলে ধারণা করছে টিম ম্যানেজমেন্ট। তাই স্পিন আক্রমণ আরও শক্তিশালী করতে নাসুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে।

৩০ বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ১৬ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৪.৪৮। সবশেষ তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে। ধারাবাহিক পারফরম্যান্স ও নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য পরিচিত নাসুম আবারও সুযোগ পাচ্ছেন জাতীয় দলে নিজেকে প্রমাণের।

তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ২৩ অক্টোবর, উভয় ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি ম্যাচ এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাকি দুই ম্যাচেও জয় নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা। নাসুম আহমেদের অন্তর্ভুক্তিতে দলের স্পিন আক্রমণ আরও সমৃদ্ধ হলো, যা ক্যারিবীয়দের বিপক্ষে হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD