মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন




আর্জেন্টিনাকে কাঁদিয়ে মরক্কোর ইতিহাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ১১:০৬ am
Argentina national football team Fifa World Cup আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসি Lionel Messi
file pic

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়ল মরক্কো। টুর্নামেন্টে অপরাজিত আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে এই কৃতিত্ব গড়ল অ্যাটলাস লায়নরা।

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ায় চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে। সোমবার ভোরে মরক্কোর দুই গোলই করেন ইয়াসির জাবিরি। বনে যান দেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক। ওই ব্যবধানেই ইতিহাস গড়ে মরক্কো।

সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি। বিপরীতে বল পেলেই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কো। সেই ধারাবাহিকতায় শুরুতেই এগিয়ে যায় মরক্কো।

১২ মিনিটে দলের হয়ে স্কোর শিটে নাম লেখান জাবিরি। তার দুর্দান্ত গোলে লিড পায় আফ্রিকার দেশটি। ১৭ মিনিট পর ফের গোল করেন প্রিমেইরা লিগে খেলা এই উইঙ্গার। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় আলবিসেলেস্তে ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মরক্কো। অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে এটিই তাদের প্রথম শিরোপা।

ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করেন লিওনেল মেসির বড় ভক্ত ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট না জিতলেও আসরজুড়ে দুর্দান্ত খেলায় তিনি জেতেন ‘সিলভার বল’। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওথমান মামা জেতেন সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। ফাইনালের আগপর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD