কিছুদিন আগেই বগুড়ায় জাতীয় পর্যায়ে প্রতিযোগীতামূলক ক্রিকেট ফিরেছিল। জাতীয় লিঘ টি-টোয়েন্টির সেই ফেরা সুখকর হয়নি। টুর্নামেন্টের প্রথমদিনই বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। তাই খেলা সরিয়ে নেওয়া হয় সিলেটে।
বৃষ্টির মৌসুম কেটে যাওয়ার সুখবরের সঙ্গে এবার আরও একটি সুখবর যোগ করতে পারেন বগুড়ার ক্রিকেটপ্রেমীরা। জাতীয় পর্যায় নয়, আন্তর্জাতিক পর্যায়ের খেলা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বসে দেখতে পারেন তারা। দীর্ঘ ১৯ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়।
অবশ্য জাতীয় দল নয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বগুড়ায় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে হবে দুটি ওয়ানডে। দর্শকরা এই ম্যাচ দুটি বিনা টিকিটে উপভোগ করতে পারবেন।
২০০৬ সালের পর থেকে এনসিএল, যুব বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প কিংবা বাংলা টাইগার্সের অনুশীলন হলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি বগুড়া।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ অক্টোবর ঢাকা আসবে আফগানিস্তান ক্রিকেট দল। একই দিন বগুড়া পৌঁছে যাবে তারা। ২২ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের অনুশীলন। প্রথম দুটি ওয়ানডে হবে বগুড়ায়, বাকি তিনটি অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।