১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি কারা দেবে, কারা দেবে না কিংবা কীভাবেই বা আবেদন করবে সে সম্পর্কে নতুন নির্দেশনা জারি করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা। ২০২৫-এর ১৯ সেপ্টেম্বর প্রেসিডেন্টের ঘোষণাপত্রে অভিবাসন ফি অন্তর্ভুক্ত ছিল। কোন পরিস্থিতিতে ফি প্রযোজ্য হবে তা অনেক নিয়োগকর্তাকে বিভ্রান্ত করেছে কারণ ফেডারেল সংস্থাগুলোর পূর্ববর্তী নির্দেশিকা অনেক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে।
উচ্চ-দক্ষ বিদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী যুক্তরাষ্ট্রে কাজ করার ক্ষেত্রে এইচ-১বি অস্থায়ী ভিসা প্রায়শই একমাত্র ব্যবহারিক উপায়। যখন কোম্পানিগুলো মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ করে, তখন তারা দেখতে পায় যে ইলেক্ট্রিকাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ-সময়ের স্নাতক শিক্ষার্থীদের ৭৩% আন্তর্জাতিক শিক্ষার্থী। এইচ-১বি ভিসার বার্ষিক সীমা হলো ৬৫০০০। এর মধ্যে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা তার বেশি ডিগ্রিধারীদের জন্য ২০, ০০০ টি ভিসা এর মধ্যে অন্তর্ভুক্ত। ৬ হাজার ডলারের বেশি হতে পারে এমন সরকার নির্ধারিত ফি ছাড়াও, নিয়োগকর্তাদের একই অভিজ্ঞতা এবং যোগ্যতা সম্পন্ন মার্কিন পেশাদারদের প্রচলিত মজুরির চেয়ে বেশি অর্থ প্রদান করতে হবে। কিন্তু ১৯ সেপ্টেম্বর জারি করা প্রেসিডেন্টের ঘোষণাপত্র, এইচ-১বি ভিসাধারীদের উপর ১ লাখ ডলারের ফি আরোপ করা অনেক প্রশ্ন উত্থাপন করেছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ২০ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশিত নির্দেশিকায় ১ লাখ ডলারের ফি সম্পর্কে অন্তত কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছে।নিয়োগকর্তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল, ইউএসসিআইএস স্পষ্ট করে জানিয়েছে, ‘স্থিতি পরিবর্তন’ এর ক্ষেত্রে ফি প্রযোজ্য হবে না, অর্থাৎ, যেখানে লোকেরা দেশ ত্যাগ না করে এক বিভাগ থেকে অন্য বিভাগ পরিবর্তন করে, যেমন এফ -ওয়ান ছাত্র অবস্থা থেকে এইচ-১বি অবস্থায় স্থানান্তরিত হওয়া, তাদের ক্ষেত্রে ফি প্রযোজ্য হবে না।
নির্দেশিকাটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ঘোষণাপত্রটি ২০২৫ সালের ২১শে সেপ্টেম্বর রাত ১২:০১ মিনিটে বা তার পরে দাখিল করা কোনও আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য নয়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কোনও বিদেশির জন্য এই ধরনের সংশোধন, পরিবর্তন বা বর্ধিতকরণ মঞ্জুর করা হয়েছে। এই ধরনের আবেদনের একজন বিদেশি সুবিধাভোগী যদি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করেন এবং অনুমোদিত আবেদনের ভিত্তিতে ভিসার জন্য আবেদন করেন এবং/অথবা বর্তমান H-1B ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ করতে চান, তাহলে তাকে অর্থ প্রদানের আওতায় আনা হবে না।
নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, যদি ইউএসসিআইএস কোনও আবেদন প্রত্যাখ্যান করে, তাহলে একজন নিয়োগকর্তাকে ফি দিতে হবে। ইউএসসিআইএস জানিয়েছে যে বর্তমান এইচ-১বি ভিসাধারী যেকোনো ব্যক্তি অথবা আবেদন অনুমোদনের পর যেকোনো বিদেশি সুবিধাভোগী, মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে এবং বাইরে যেতে পারবেন। ইউএসসিআইএস-এর মতে, ‘এই ঘোষণাপত্র পূর্বে জারি করা এবং বর্তমানে বৈধ এইচ-১বি ভিসা, অথবা ২১শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাত ১২:০১ এর আগে জমা দেওয়া যেকোনো আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রথমবারের মতো, ইউএসসিআইএস ১ লাখ ডলার ফি কীভাবে পরিশোধ করতে হবে সে সম্পর্কে তথ্য প্রদান করেছে।
আবেদনকারীদের pay.gov ব্যবহার করে প্রয়োজনীয় পেমেন্ট জমা করতে পারবেন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এইচ-১বি ভিসা ব্যবস্থার জন্য নতুন নিয়মাবলি প্রস্তুত করেছে, যার শিরোনাম ‘এইচ-১বি অ-অভিবাসী ভিসা ক্লাসিফিকেশন প্রোগ্রামের সংস্কার’। অ-অভিবাসী ভিসার ক্ষেত্রে এত দিন মার্কিন প্রশাসন যা যা ছাড় দিয়ে আসছিল, এ বার তাতে লাগাম পরানো হবে। কিছু ক্ষেত্রে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও তদন্ত হবে। তৃতীয় পক্ষ দ্বারা যে সমস্ত নিয়োগ হয়, তাতে নজরদারি বৃদ্ধি করার ভাবনাও রয়েছে নতুন নিয়মাবলিতে।
সূত্র: ফোর্বস