মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন




এবারের ডিভি লটারি নিয়ে যা জানা গেল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৪:৫৯ pm
New York City নিউ ইয়র্ক শহর ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য কিছুটা হতাশার খবরই বটে! ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির আবেদন প্রক্রিয়া থেকেও বাংলাদেশকে বাদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অর্থাৎ, বিগত কয়েক বছরের মতো এবারও ডিভি লটারিতে আবেদন করতে পারবেন না বাংলাদেশিরা।

ডিভি ২০২৬-এর নির্দেশনা অনুযায়ী, এ বছর ডিভি লটারিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ অংশ নিতে পারবে না। বাদ পড়ার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও। যুক্তরাষ্ট্রে এসব দেশ থেকে অভিবাসনের হার বেশি হওয়ায় তারা এবার আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার ৩১টি দেশ ও অঞ্চল ২০২৬ সালের ডিভি লটারিতে আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাহরাইন, ভুটান, ব্রুনাই, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

ডিভি লটারি কী?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিবছর ‘ডাইভারসিটি ভিসা’ (ডিভি) প্রোগ্রামের মাধ্যমে সীমিতসংখ্যক অভিবাসন ভিসা প্রদান করে। কম হারে অভিবাসন হয়ে থাকে এমন দেশগুলোর নাগরিকরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারেন। প্রতি বছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান।

বাংলাদেশ গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে বেশি সংখ্যক অভিবাসী পাঠানোর কারণে এই তালিকা থেকে বাদ পড়েছে। ফলে যারা ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা করেছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD