মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন




যে কারণে টি২০ দল থেকে বাদ সৌম্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ৬:১৮ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket
file pic

লিটন কুমার দাসের চোটের কারণে টি২০ দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। দেরিতে দল ঘোষণা করায় আরব আমিরাতের ভিসা না পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা হয়নি তাঁর। কোনো ম্যাচ না খেলা সৌম্যকে রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় হোম সিরিজে।

টি-২০’র জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলা সৌম্যকে টি২০ দলে না রাখার কারণ জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, টপঅর্ডারে নিয়মিতদের নেওয়া হয়েছে।

নির্বাচকরা গত কয়েক সিরিজে নিয়মিত খেলা ব্যাটারদের ধরে রাখার পথে হেঁটেছে। নেদারল্যান্ডস, এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলা সাইফ হাসান আছেন টপ অর্ডারের বিবেচনায়। খুব একটা ভালো না খেললেও যে কারণে পারভেজ হোসেন ইমন দলে রেখে দেওয়া হয়েছে।

তানজিদ হাসান তামিম ওয়ানডে ফরম্যাটে ছন্দে নেই। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে বেঞ্চে কাটাতে হয়েছে। তার জায়গায় খেলেছেন সৌম্য। টি-২০’তে বেশ কটা ভালো ইনিংস খেললেও ধারাবাহিক নন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি পেলেও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। ডাচদের বিপক্ষে একটি ফিফটি করেছিলেন। এশিয়া কাপে একটি ফিফটি ছিল তার। আফগানিস্তান সিরিজেও একটি ফিফটি মেরেছিলেন। বাকি ম্যাচগুলোতে ব্যর্থই বলতে হবে তাকে। তবে সংক্ষিপ্ত সংস্করণে তাকে সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ টি২০ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম আহমেদ সাকিব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD