সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন




টি-২০ বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করলো আইসিসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৪:৫৬ pm
International Cricket Council icc আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি
file pic

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-২০ বিশ্বকাপের আসর। এর মধ্যে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক ভারতের পাঁচ ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। শ্রীলঙ্কার তিন ভেন্যুর মধ্যে দুটি ঠিক হয়ে গেছে।

বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে। শ্রীলঙ্কার তিন ভেন্যুর মধ্যে কলম্বো ও ক্যান্ডিতে রাখা হবে ম্যাচ। আগামী সপ্তাহের মধ্যে অপর ভেন্যু ঠিক করে বিশ্বকাপের সূচি প্রকাশ করতে চায় আইসিসি।

সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অধিকাংশ দেশ টুর্নামেন্টের গ্রুপিং এবং সূচি জানার অপেক্ষায় আছে। আইসিসি টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে গ্রুপিং এবং টিকিট সর্ম্পকিত তথ্য জানিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচ ভারত নাকি শ্রীলঙ্কায় হবে তা এখনো ঠিক হয়নি। তবে ফাইনাল হবে ৮ মার্চ আহমেদাবাদে। পাকিস্তান ফাইনালে উঠলে অবশ্য শ্রীলঙ্কায় সরে যাবে ম্যাচ।

এবারের বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। প্রতি গ্রুপে পাঁচটি করে দল রেখে চারটি গ্রুপ করা হবে। সেরা দুটি দল নিয়ে হবে সুপার এইট। টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD