রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন




আসন্ন নির্বাচনে জোটসঙ্গীদের কত আসন দিচ্ছে বিএনপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ১২:০১ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আসন্ন নির্বাচনের ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করলেও বিএনপি এখনো তার জোট শরিক দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করেনি। এতে কিছুটা অসন্তুষ্টি দেখা দিয়েছে শরিক দলের মধ্যে।

জোটের অনেক শাখা মনে করছে, যত বেশি সময় যাবে, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা মানতে বাধ্য করা তত কঠিন হয়ে পড়বে। বিষয়টি নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার অপেক্ষা করা হচ্ছে।

বিএনপি বলছে, প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং আসন বণ্টন নিয়ে আলোচনাসমূহ সময়নিষ্ঠভাবে চলছে এবং সমস্ত শরিক দলকে সন্তুষ্ট করতে যথাযথ সমাধান খুঁজে বের করা হবে।

বিএনপির নেতারা মনে করছেন, শরিক দলের নজরে থাকা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারে নেমে পড়েছেন। ফলে পরবর্তীতে আসন ছাড়তে বললে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এতে শরিকরা বেকায়দায় পড়তে পারেন।

গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। এই ঘোষণার পর প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় নেমে পড়েন। সারাদেশে নির্বাচনি উত্তাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে আসন সমঝোতা নিয়ে নতুন করে ভাবনায় পড়তে পারে জোটসঙ্গীরা।

সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) থেকে শরিক রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপি। প্রথম দিন জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বৈঠক হয় ১২ দলীয় জোটের সঙ্গে।

বিএনপি শরিকদের জন্য প্রাথমিকভাবে ২২টি আসন বাছাই করেছে। এর মধ্যে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চের শরিকদের ৫টি, জমিয়তে উলামায়ে ইসলামকে ৫টি, ১২ দলীয় জোটকে ৩টি, বাংলাদেশ জাতীয় পার্টিকে ১টি, গণঅধিকার পরিষদকে ২টি ও এলডিপিকে ২টি আসন দেওয়া হতে পারে।

এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে ১টি করে আসন ছাড় দেওয়া হতে পারে।

দলীয় সূত্রমতে, কয়েকজন নেতাকে প্রার্থিতার ব্যাপারে মৌখিক ইঙ্গিত দেওয়া হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি এখনো। প্রকাশ করেনি তালিকাও। দলীয় কারও নাম বাদ পড়লে তাকে ভবিষ্যতে বড় দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে বিএনপি। RB




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD