রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন




নির্বাচনে মাত্র ৫ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ১:১৪ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো আমলেই সন্তোষজনক পর্যায়ের ধারেকাছে যেতে পারেনি। রাজনীতির মাঠে নারীদের যতই সক্রিয় দেখা যাক না কেন, মনোনয়ন দেয়ার সময় পুরুষদেরই বেছে নেয় দলগুলো।

তাইতো জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপিসহ ২৭ রাজনৈতিক দল ও জোট। অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে ৩ রাজনৈতিক দল ও জোট।

২০১৮ সালের নির্বাচনে ১৪ জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি। দলটির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন জানালেন, আগামী নির্বাচনে মোট আসনের ৫ ভাগ নারীদের প্রার্থী দেয়ার কথা ভাবা হচ্ছে।

তবে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী মনে করেন, দলগুলো নারীদের ওপর আস্থা রাখতে পারেন না। যা পুরুষতান্ত্রিক সমাজের বৃহত্তর চিত্রেরই বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি ।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১২ আসনে ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। অবশ্য ছিটকেও পড়েছেন আলোচনায় থাকা বেশ কয়েকজন নারী নেত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD