সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন




বিপিএল টিকিটের দাম কত, কোথায়, কীভাবে পাবেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৯:০৪ pm
Bangladesh Premier League BPL বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল
file pic

দরজায় কড়া নাড়ছে বিপিএলের দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তার আগে সুখবর পেলেন ক্রিকেটপ্রেমীরা। আগামীকাল রোববার বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি। তবে এবার আর রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি নেই। বিসিবি জানিয়েছে, সব টিকিট মিলবে কেবল অনলাইনে।

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করেছে, এবার স্টেডিয়াম বা ভেন্যুতে কোনো টিকিট কাউন্টার থাকছে না। টিকিট কাটতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে।

দর্শকদের সাধ্যের কথা বিবেচনা করে টিকিটের দামও রাখা হয়েছে নাগালের মধ্যে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করলেই স্টেডিয়ামে বসে উপভোগ করা যাবে এক দিনের দুটি ম্যাচ। সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা।

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজ আপার জোন ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিট মিলবে ৬০০ টাকায়। আর যারা একটু আয়েশ করে খেলা দেখতে চান, তাদের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার ওয়েস্ট-ইস্ট জোন) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD