সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের ছড়রা গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশিকুর রহমান ও ইয়াকুব আলী। তারা দুজনই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, শুক্রবার সকালে কয়েকজন যুবক সুপারি চুরির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে রাজন টিলা সামক এলাকায় প্রবেশ করেন। এ সময় দুপুর আনুমানিক ১টার দিকে খাসিয়ারা তাদের লক্ষ্য করে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান ও ইয়াকুব আলী নিহত হন। সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।