বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন




দেশে ফিরেই ব্যস্ত ন্যান্‌সি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:২৮ pm
singer Nazmun Munira Nancy nancy ন্যান্সি নাজমুন মুনিরা ন্যান্সি ন্যানসি গায়িকা
file pic

প্রায় মাস খানেকের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। তবে এবারের সফরটি গানের জন্য ছিল না। লন্ডনের ন্যাশনাল ডিজাইন একাডেমি থেকে ইন্টেরিয়র ডিজাইনের ওপর ডিপ্লোমা করেছেন তিনি। আর তার জন্যই প্রায় এক মাস তাকে থাকতে হয়েছে লন্ডনে।

এ বিষয়ে ন্যান্‌সি বলেন, অনেকদিন ধরেই আমি ইন্টেরিয়র ডিজাইনের ওপর পড়াশোনায় যুক্ত। তখন কাউকে জানাতে চাইনি। তাই ডিপ্লোমা শেষ করে বিষয়টি জানিয়েছি। একটা মাস লন্ডনে থেকেছি, ঘুরেছি।

অন্যরকম একটি সময় কাটিয়েছি। অভিজ্ঞতাও ছিল দারুণ। এদিকে লন্ডনে যাওয়ার আগে তিনটি নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এর মধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান গেয়েছেন তিনি। তুমি খালেদা জিয়ার চোখের মণি, কোটি মানুষের প্রাণ/ তুমি মেঘের আড়ালে জ্বলে ওঠা সূর্য/ তারেক রহমান- এমন কথার গানটির স্ক্রিপ্ট, কনসেপ্ট এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাহিম আল চৌধুরী।

শওকত আলী ইমনের সুর ও সংগীতে গানটি গেয়েছেন রবি চৌধুরী ও ন্যান্‌সি। অন্যদিকে ‘আমি পাথরে ফুল ফোটাবো’ গানটি নতুন করে গেয়েছেন ন্যান্‌সি ও ইমরান। এটি দ্রুতই অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশ হবে। এর বাইরে এ গায়িকা আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন, যাতে সহশিল্পী মোহাম্মদ মিলন।

এদিকে দেশে ফেরার পর গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশেষ করে নতুন একাধিক গান তৈরি হয়ে আছে। সেগুলোতে দ্রুতই কণ্ঠ দেবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন স্টেজ শোতেও। এর বাইরে ঈদের একাধিক টিভি অনুষ্ঠানেও তার দেখা মিলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD