গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ্ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটির উদ্যোগে বছরব্যাপী সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান আগামী ২২শে নভেম্বর ২০২৫ ইনশাআল্লাহ্ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে স্কুলের দশম শ্রেণী পর্যন্ত ও মাদ্রাসা সমমানের ছাত্রদের মাঝে কীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই দিন বাদ আসর সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সভা ও পুরস্কার বিতরণী মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এই মহতী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আস্ সুন্নাহ্ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমাদুল্লাহ্।
এছাড়া আগামী ২০শে ডিসেম্বর ২০২৫ সীরাতুন্নবী (সা.) বছরব্যাপী অনুষ্ঠানমালার শেষ পর্যায়ে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের আযান শুদ্ধ ও শ্রুতিমধুর হতে হবে। এদিন বাদ আসর সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধানমন্ডি আত্ তাকওয়া মসজিদের সম্মানিত খতীব মুফতি সাইফুল ইসলাম।
উভয় প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ছয় জনকে নগদ অর্থ, সার্টিফিকেট ও বই প্রদান করা হবে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হবে। এই প্রতিযোগিতা দু’টিতে অংশগ্রহণে আগ্রহীদের নাম, পিতার নাম, শ্রেণী, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিযোগিতার বিষয় ও মোবাইল নম্বর মসজিদ সোসাইটির অফিস কক্ষে রক্ষিত বাক্সে অথবা ই-মেইল gcmisbd@gmail.com অথবা মোবাইল নাম্বারে +8801537048379 আগামী ২১ শে নভেম্বর ২০২৫ মধ্যে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি