সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন




বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১:৪১ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Tamim Iqbal Khan Cricket cricketer ক্রিকেট তামিম ইকবাল
file pic

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেও শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সেই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছিল, তামিম কি খেলোয়াড়ি জীবন চালিয়ে যাবেন? বিশেষ করে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার খেলা নিয়ে চলছিল নানা গুঞ্জন।

শেষ পর্যন্ত সেই গুঞ্জনের ইতি টানলেন দেশের সাবেক অধিনায়ক নিজেই। ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজকে তিনি নিশ্চিত করেছেন যে, এবারের বিপিএলে তিনি অংশ নিচ্ছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠেয় বিপিএল খেলোয়াড় নিলাম (প্লেয়ার্স ড্রাফট) থেকে নিজের নাম বাদ দেয়ার জন্য তিনি বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে অনুরোধ করেছেন।

এই প্রসঙ্গে ক্রিকবাজকে তামিম বলেন,‘হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। প্লেয়ার্স ড্রাফট থেকে আমার নাম বাদ দিতে অনুরোধ করেছি।’ ২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে প্রতিটি আসরেই তামিম ইকবাল খেলেছেন। এমনকি সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি।

বোর্ড নির্বাচনের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি যে ফরচুন বরিশালের হয়ে সর্বশেষ দুই মৌসুমে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন, সেই ফ্র্যাঞ্চাইজিটি এবার না থাকা এবং ফিসনেট ইস্যুসহ নানা ঘটনা তামিমের বিপিএল খেলার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই বেশ কিছুদিন ধরেই তার বিপিএলে না খেলার আলোচনা চলছিল। এবার তিনি তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD