সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন




শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট আবু সাঈদের পরিবার, দ্রুত রায় কার্যকরের দাবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৫:১৯ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters Abu Sayed Abu Sayeed abu_sayeed আবু সাঈদ আবু সাঈদ
file pic

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ায় সন্তুষ্ট আবু সাঈদের পরিবার। একই সঙ্গে রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এসব কথা বলেন। তার সঙ্গে একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবু সাঈদের মা মনোয়ারা বেগম, বড় ভাই রমজান আলী, আবু হোসেনসহ অন্য সদস্যরা।

এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানান, শুধু রায় ঘোষণা করেই যেন শেষ না হয়। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই। তিনি বলেন, আমার ছেলের হত্যাকারীর ফাঁসি কার্যকর চাই।

আবু সাঈদের মা বলেন, ছেলেকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা তো কোনোদিন পূরণ হবে না। আর যেন আমার মতো কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভাই রমজান আলী বলেন, আমরা এ রায়ে খুশি হয়েছি। তবে রায় যেন দ্রুত কার্যকর করা হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

উল্লেখ্য, বেগম রোকের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ জুলাই বিপ্লবের প্রথম শহিদ। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে হাসিনার পেটুয়া বাহিনী। এরপরই এই আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। আন্দোলনের প্রতীকী নাম হয়ে উঠেন সাঈদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD