সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন




২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ৩২ দল, অপেক্ষা আরও ১৬ দলের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৫:২৪ pm
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বৈশ্বিক আসরে এবারই প্রথম অংশ নেবে ৪৮ দল। ফুটবলের এই মহাযজ্ঞে অংশ নিতে ছয়টি কনফেডারেশনের অধীনে বাছাই পর্ব পেরিয়ে আসতে হচ্ছে দলগুলোকে।

রোববার (১৬ নভেম্বর) বাছাইপর্বের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৪-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে নরওয়ে। আরেক ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। এর মধ্য দিয়ে ৩২ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।

এই সপ্তাহেই বাকি থাকা ১৬ দলের মধ্যে আরও বেশ কয়েকটির বিশ্বকাপ নিশ্চিত হতে পারে। বাকিদের অবশ্য অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। কোয়ালিফায়িং প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে তাদের। চূড়ান্তভাবে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

আয়োজক দল হিসেবে বাছাই পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চল থেকে বাছাই দল হিসেবে চূড়ান্ত পর্বের কোটাও পূর্ণ হয়ে গেছে। এখন অপেক্ষা ইউরোপ, কনকাকাফ ও প্লে-অফ থেকে দল চূড়ান্তের।

বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে যে দলগুলো–

এশিয়া: এশিয়ান অঞ্চল থেকে ৮ দল সরাসরি যাবে বিশ্বকাপের মঞ্চে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেই আট দল। জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট। এছাড়া আরও একটি দলের প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে। যেখানে কনফেডারেশন প্লে–অফের টিকিট পেতে লড়ছে সংযুক্ত আর আমিরাত ও ইরাক।

দক্ষিণ আমেরিকা: কনমেবল অঞ্চলের কোটা ৬টি। ইতোমধ্যে ছয়টি দলই বাছাইপর্বে দাপট দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে। এছাড়া মহাদেশীয় প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে বলিভিয়া।

আফ্রিকা: আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি ৯টি দল বিশ্বকাপ খেলবে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেই নয় দল। দলগুলো হলো–আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে ও সেনেগাল। এছাড়া কনফেডারেশন প্লে-অফ জিতে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের টিকিট পেয়েছে কঙ্গো।

ওশেনিয়া : ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। নিউ ক্যালেডোনিয়া প্লে-অফে যাবে।

উত্তর ও মধ্য আমেরিকা: আয়োজক হিসেবে কনকাকাফ অঞ্চলের তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি তিনটি জায়গার জন্য এগিয়ে আছে সুরিনাম, কুরাসাও ও হন্ডুরাস। এছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে দুটি দল।

ইউরোপ: ইউরোপ থেকে এরই মধ্যে পাঁচ দল–ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। দ্বারপ্রান্তে আছে স্পেন, বেলজিয়াম, জার্মানিসহ বেশ কয়েকটি শীর্ষ দল। সরাসরি বিশ্বকাপের টিকিট পায়ে ১৬ দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলবে নয়টি দল। বাকি দলগুলোকে আসতে হবে মহাদেশীয় প্লে-অফ পেরিয়ে। সে তালিকায় আছে বিশ্বচ্যাম্পিয়ন ইতালিও।

চূড়ান্ত প্লে-অফ: চূড়ান্ত প্লে-অফ থেকে দুটি দল মূল পর্বে জায়গা পাবে। যার জন্য লড়াই করবে ৬টি দল (১টি আফ্রিকা, ১টি এশিয়া, ২টি কনকাকাফ, ১টি ওশেনিয়া, ১টি দক্ষিণ আমেরিকা)। মার্চ ২০২৬-এ প্লে-অফ অনুষ্ঠিত হবে, যা স্বাগতিক দেশের ভেন্যুতে টেস্ট ইভেন্ট হিসেবে আয়োজন করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD