বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন




টাকার মূল্যমান কমে যাওয়া ভালো: পরিকল্পনা প্রতিমন্ত্রী

টাকার মূল্যমান কমে যাওয়া ভালো: পরিকল্পনা প্রতিমন্ত্রী: টাকার মূল্যমান কমে যাওয়া ভালো: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ৯:০২ am
Shamsul Alam Minister of Planning পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ecnec প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক Executive Committee of the National Economic Council এনইসি সম্মেলন একনেক সভায় প্রধানমন্ত্রী পিআইডি Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

টাকার মূল্যমান কমে যাওয়াকে সার্বিক অর্থনীতির জন্য ‘ভালো’ বলে উল্লেখ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ‘ডলারের সরবরাহ বাড়াতে টাকার মান কমাতে হবে। আমরা চাচ্ছি দেশে আরও ডলার সরবরাহ হোক। এক্সপোর্ট ও প্রবাসী আয় বৃদ্ধির জন্য টাকার মান কমা ভালো।’

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ কথা বলেন।

‘টাকার মান কমা ভালো’ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘টাকার মান ও এক্সচেঞ্জ রেট সমন্বয় করতে হবে। ডলারের সরবরাহ বাড়াতে হলে টাকার মান কমাতে হবে।’

রেমিট্যান্স কমেছে- এমন তথ্য সঠিক নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই-অক্টোবরে সর্বশেষ ৭ দশমিক ১৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই থেকে অক্টোবরে বেশি পেয়েছি। রেমিট্যান্স কমছে কথাটা সত্য না। এক্সপোর্ট ১৬ দশমিক ৮৫ বিলিয়ন হয়েছে। গত মাসের থেকে এটা বেড়েছে। আমরা বিপদে নেই। উচ্চ মূল্যস্ফীতি সারা দুনিয়া ফেস করছে, আমরাও করছি।’

আইএমএফের তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, ‘আইএমএফ একমত না হলে কিছু আসে যায় না। প্রথাগতভাবে সরকার রিজার্ভ রক্ষা করছে। সরকার কোথাও কিছু লুকায়নি। ৩৫ বিলিয়ন ডলারের কাছাকাছি রিজার্ভ আছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD