সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন




রোহিঙ্গা সংকট নিরসনে সৌদির অব্যাহত সমর্থন চায় বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৪:৪৫ am
মিয়ানমার বার্মা উখিয়া Rohingya Refugee people Ethnic group Myanmar stateless Rakhine রাখাইন রোহিঙ্গা শরণার্থী জনগণ সংকট মিয়ানমার উচ্ছেদ বাস্ত্যুচ্যুত ক্যাম্প উখিয়া নাগরিক
file pic

রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের লক্ষ্যে সৌদি আরবের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১৩ নভেম্বর) সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠককালে তিনি এই সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্ত্যুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অবহিত করেন।

শুরুতে উভয়েই দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার লক্ষ্যে সহযোগিতায় সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

মক্কা রোড ইনিশিয়েটিভ চুক্তিতে সই করার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এটি ঢাকায় হজের প্রাক-ইমিগ্রেশন প্রক্রিয়াকে জোরদার করবে এবং বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা সহজ হবে।

এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি আরব থেকে অপরিশোধিত তেল কেনার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথাও ব্যক্ত করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD