বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। আব্দুর রাজ্জাক জানান, ডোমেইনিকো স্কালপেলি আমাকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি রাজনৈতিক ইস্যু হওয়ায় ডোমেইনিকো স্কালপেলি এটা নিয়ে সরাসরি কথা বলবেন না। তবে আমি জানতে চেয়েছিলাম, রেফারেন্স ব্যবহার করতে পারব কি না। তিনি সম্মতি দিয়েছেন।আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর থেকেই আমাদের খাদ্য নিরাপত্তার জন্য ডব্লিউএফপি সহযোগিতা করছে। রোহিঙ্গাদের জন্য খাদ্যও বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমেই দেয়া হয়।তিনি বলেন, ডব্লিউএফপির প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।আগামী ৭ দিনে দেশে শীতের সবজি ভরে যাবে উল্লেখ করে