মজুরি বাড়ানোর দাবিতে ডাকা সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিকদের বৈঠকের পরে এ ঘোষণা দেওয়া হয়।বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটি, শিপিং করপোরেশন, নৌযান মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘট ডাকে। এতে ঢাকা নদীবন্দরসহ সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।