বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন




শ্যামলী পরিবহনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ হাইকোর্টের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৫:০৭ pm
কারাদণ্ড মামলা SC Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় শ্যামলী এনআর পরিবহনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন হাইকোর্ট। এ ছাড়া পরিবহন কোম্পানিটিকে ভর্ৎসনাও করেছেন আদালত।

বুধবার বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ও ভর্ৎসনা করেন।

আদালত ওই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন। তবে শ্যামলী এনআর কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকা দিতে চায়। এ সময় বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বলেন, আপনাদের গাড়ি কয়টা, গাড়ি বিক্রি করে টাকা দেন।

আদালত অভিযোগ করেন, একটা দুর্ঘটনায় তিনজন মানুষ মারা গেল, মানুষ পঙ্গুত্ব বরণ করল, আপনারা কোনো খোঁজও নিলেন না। পরে শ্যামলী এনআর কর্তৃপক্ষ টাকা দেওয়ার জন্য একমাস সময় চাইলেও সেটি নাকচ করেন হাইকোর্ট। আজ পাঁচ লাখ এবং বাকি অর্থ ১৫ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল স্ত্রীর মরদেহ নিয়ে গাইবান্ধায় নিজ বাড়িতে ফিরছিলেন আইনাল হোসেন। কিন্তু ঢাকা-বগুড়া মহাসড়কে ওই পরিবহনের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আয়নাল হোসেনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সে থাকা আরও দুজন মারা যান। আহত হন তিনজন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD