মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন




এবারের আবাসন মেলা মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার শেষ সুযোগ: রিহ্যাব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ৫:১৭ pm
Real Estate and Housing Association of Bangladesh REHAB রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন এসোসিয়েশন অব অফ বাংলাদেশ রিহ্যাব rehab
file pic

এবারের আবাসন মেলা মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট কেনার শেষ সুযোগ বলে জানিয়েছে বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রোববার রাজধানীর একটি হোটেলে ‘রিহ্যাব মেলা ২০২২’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।

এ সময় ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন কারণে ফ্ল্যাটের দাম বাড়ছে’ উল্লেখ করে রিহ্যাবের সহসভাপতি কামাল মাহমুদ বলেন, ‘আগে আমরা মধ্যবিত্তদের জন্য একটি ফ্ল্যাট ৭০-৮০ লাখ টাকায় বিক্রি করতে পারতাম। কিন্তু আগামী বছর থেকে আর পারা যাবে না। এবারের মেলা মধ্যবিত্তের আবাসনের শেষ সুযোগ। কারণ, নির্মাণসামগ্রীর দাম ৩০-৪০ ভাগ বেড়েছে। এ ছাড়া, এ বছরের আগস্ট থেকে নতুন নিয়মে ভবন নির্মাণের প্ল্যান পাস শুরু হয়েছে। এতে ভবনের দাম আরও বেড়ে যাবে।’

আবাসন মেলা কমিটির সভাপতি প্রকৌশলী সোহেল রানা জানান, এবারের মেলায় ১৮০টি স্টল থাকবে। আমরা ৩টি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৭টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দিতে পেরেছি।

তিনি আরও বলেন, ‘মেলার প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট নিয়ে একজন দর্শনার্থী মেলার সময়ে ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিট থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এন্ট্রি টিকিটের র‌্যাফেল ড্র-তে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। মেলা শেষে প্রতিদিন রাত ৯টায় রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্র-তে ৫ দিনে থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সোহেল রানা। তিনি জানিয়েছেন, ‘রিহ্যাব ফেয়ার ২০২২’ আগামী ২১-২৫ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উদ্ধোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং গেস্ট অব অনার হিসেবে থাকবেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD