শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন




কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩ ৮:৪৯ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট
file pic

ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েক ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রজুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় একটি ত্রুটির কারণে বৈমানিকেরা বার্তা পাচ্ছেন যে ফ্লাইট রুটে বিপদের ঝুঁকি রয়েছে।

সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়ে এফএএ বলেছে, ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা পর্যন্ত কোনো উড়োজাহাজ উড্ডয়ন করবে না। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, কিছু বিষয় এরই মধ্যে ঠিক হতে শুরু করেছে।

আমেরিকান এয়ারলাইনসগুলো জানিয়েছে, সব ধরনের ফ্লাইটে এই ত্রুটির প্রভাব পড়েছে। বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস বলেছে, এফএএ থেকে নতুন বার্তা পাওয়ার আগপর্যন্ত তাদের সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড়াল বন্ধ রাখা হচ্ছে।

টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর এক টুইটে বলেছে, ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে যাত্রীদের আগমন ও বহির্গমন বিলম্বিত হবে।

ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার তথ্য জানিয়ে যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। [বিবিসি]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD