বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন




ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:১৬ pm
অপরাধ attack থাপ্পড় Clash beats beat maramari Pitano পেটানো maramari Pitano পেটানো বউ পেটানো মারামারি হাতাহাতি চুলোচুলি চেয়ার আছড়ে কথা কাটাকাটি লাঠির আঘাত তর্কাতর্কি ঝগড়া ইটপাটকেল Barabari মারামারি Jhogra Jhati পেটান পেটানো পিটনো প্রহার করা মারা চাবুক মারা বেত মারা পেটানো প্যাঁদানো আহত ছাত্রদল পেটালো ছাত্রলীগ মারধর প্রতিবাদ অপবাদ শিবির কর্মী
file pic

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলটির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে টিএসসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে ছাত্র অধিকার পরিষদের ৩ জন গুরুতর ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে টিএসসিতে আসার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। ছাত্র অধিকারের লোকজন আসলে তারা পাল্টা স্লোগান দিতে থাকে। এভাবে ১০-১৫ মিনিট চলার পর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা স্থান ত্যাগ করতে চাইলে তাদের মারধর শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে টিএসসি গেটে পরে ডাস চত্বর এবং মিলন চত্বরে ছাত্র অধিকারের নেতাকর্মীর ওপর হামলা চালায় ছাত্রলীগ।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, আমরা টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করতে আসলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রূপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েক ধাপে হামলা চালায়। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন এবং কর্মী ইউনুস গুরুতর এবং আরও ১০ জনের বেশি আহত হয়েছে। তাদেরকে আমরা ঢাকা মেডিক্যালে নিয়ে আসছি। ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা হয়েছে।

ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, আমি দায়িত্ব পালন করতে গেলে ডাস চত্বরে জহুরুল হক হল ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি আসাদুজ্জামান ফরিদসহ কয়েকজন আমার দিকে তেড়ে আসে। ভিডিও করছি কেন জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে প্রক্টরিয়াল টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আমার পরিচয় দিলে তারা চলে যায়। পরে তারা সাংবাদিক সমিতির বাইরের কোনও সাংবাদিক ভিডিও করছে কিনা খোঁজ করতে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ ঘটনার কোনও কিছু আমি জানি না। আমি খোঁজ নিচ্ছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD