অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে আক্রমণ চালিয়ে ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি হত্যা করেছে। ৭ অক্টোবর থেকে শুরু হয়ে শনিবার (০৯ ডিসেম্বর) পর্যন্ত ৪৮ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি বাস্তুচ্যত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হামাস পরিচালিত মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, গাজার ইউরোপীয় হাসপাতাল থেকে আহত রোগীদের সরিয়ে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় দুইজন প্যারামেডিক আহত হয়েছেন।
ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে আল-কিদরা বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের ওপর আক্রমণ করছে ইসরায়েল।
ইসরায়েলের দাবি, হাসপাতালের ভেতর থেকে কাজ করছে হামাস। এই দাবিকে সমর্থন করে কিছু ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।