বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন




ইলেকট্রনিক বাইসাইকেল রপ্তানি শুরু করলো আরএফএল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৫:৪৬ pm
inaugurates RFL Group's bicycle factory in Rangpur rfl রংপুরে আরএফএল বাইসাইকেল কারখানা উদ্বোধন bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত German Deputy Head of Mission VDMA team visit PRAN Industrail Park
file pic

জার্মানিতে একটি চালান পাঠানোর মাধ্যমে ইলেকট্রনিক বাইসাইকেল (ই-বাইক) রপ্তানি শুরু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানা থেকে ই-বাইকের চালানটি জার্মানিতে পাঠানো হয়।

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, ‘ট্র্যাডিশনাল বাইসাইকেল এবং মোটরচালিত যানবাহনের চেয়ে ই-বাইক সুবিধাজনক এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে সারা পৃথিবীতে ক্রমাগতভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এটির ব্যাপক চাহিদা রয়েছে। ই-বাইকের বিশ্বব্যাপী বাজারের আকার ৪০ বিলিয়ন ডলার এবং এটি ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে আমরা দেশের বাজারের পাশাপাশি ই-বাইকের রপ্তানি কার্যক্রম শুরু করলাম। আশা করি, আমরা জার্মানিতে ভালো সাড়া পাবো।’

তিনি আরও বলেন, ‘ই-বাইক রপ্তানির জন্য ব্রাজিল ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা আশা করি, আরএফএলের ই-বাইক বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে এবং বাংলাদেশের রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণে ভূমিকা রাখতে পারবে।’

আরএফএল গ্রুপ ফেব্রুয়ারি মাসে দেশে প্রথম ইলেকট্রনিক বাইসাইকেল উৎপাদন ও বাজারজাত শুরু করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD