বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন




পশ্চিমাদের দ্বিচারিতা ও ইসরাইলি বর্বরতার অবসান চান আনোয়ার ইব্রাহিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৯:১৩ pm
মালয়েশিয়া Anwar Ibrahim Prime Minister Malaysia আনোয়ার আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়া প্রধানমন্ত্রী
file pic

পশ্চিমাদের দ্বিচারিতা বন্ধ এবং ইসরাইলি বর্বরতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার আলোচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ খবর দিয়েছে নিউ স্ট্রেটস টাইমস।

তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযকে বলেছেন, পশ্চিমাদেরকে অবশ্যই দ্বিচারিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার অবসান ঘটাতে পদক্ষেপ নিতে হবে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা নেতাদেরকে দ্বিচারিতা ছেড়ে গাজায় ইসরাইলের জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হামাসের সামরিক অভিযানের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে বলেন, “এই সমস্যা ৭ অক্টোবরের মধ্যে নিহিত নয় বরং সমস্যাটি হচ্ছে পুরো ব্যবস্থাপনায়, উপনিবেশবাদ ও বর্ণবাদিতায় এবং গাজায় যে জাতিগত শুদ্ধি অভিযান চলছে তার মধ্যে। এগুলো অবশ্যই এখন বন্ধ হতে হবে।”

মালয়েশিয়ার নেতা আরো বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ব্যবস্থা নিতে হবে, তারা তাদের নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিতে পারে না।

গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের প্রতি সমর্থন দেয়ার জন্য পশ্চিমাদের বিরুদ্ধে বিশ্বের যেসব নেতা প্রকাশ্যে সমালোচনা করেন আনোয়ার ইব্রাহিম তার মধ্যে অন্যতম প্রধান। গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও জার্মানি ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বাড়িয়ে দিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD