যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘স্পর্শ’।
বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে নির্মিত হবে এ ছবিটি। বাংলাদেশ থেকে সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন। আর ভারত থেকে এটি পরিচালনা করবেন অভিনন্দন দত্ত।
নিরব বলেন, সব নিয়ম মেনে খুব সুন্দরভাবে এ যৌথ প্রযোজনার ছবিটি হচ্ছে। এটাই আমার প্রথম যৌথ প্রযোজনার সিনেমা। আর অনন্য মামুনের সঙ্গে আমার তৃতীয় কাজ এটি। সব মিলিয়ে আশা করছি খুব ভালো একটি ছবি হবে।
এদিকে এখানে নিরবের নায়িকা এখনও পাকাপাকি হয়নি। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানানো হবে।