রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন




অতিরিক্ত খাদ্য মজুদ না করলে দেশে দুর্ভিক্ষ হবে না, ‘গ্যারান্টি’ দিয়ে বললেন খাদ্যমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ৯:৩১ am
Sadhan Chandra Majumder Minister of Food খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
file pic

অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বজুড়ে যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে সেটির আঘাত বাংলাদেশের ওপর পড়বে না বলে গ্যারান্টি দিয়ে আশ্বস্ত করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেই জন্য দুর্ভিক্ষের আশঙ্কায় আতংকিত হয়ে অতিরিক্ত খাদ্য মজুদ না করতেও আহ্বান রেখেছেন তিনি।রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভবনে আয়োজিত এক কর্মশালায় কথা বলছিলেন খাদ্যমন্ত্রী।

‘গণমাধ্যম কর্মীদের নিরাপদ খাদ্য আইন এবং বিধি-প্রবিধি অবহিতকরণ’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।খাদ্যমন্ত্রী বলেন, ‘দুর্ভিক্ষের আশঙ্কায় আমরা যদি আতংকিত হয়ে অতিরিক্ত খাদ্য মজুদ না করি তাহলে আল্লাহর তরফ থেকে গ্যারান্টি দিয়ে বলছি দেশে কোনো দুর্ভিক্ষ হবে না।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD