বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন




ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ’লীগ-বিএনপি: চুন্নু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ২:০০ pm
Md Mujibul Haque Chunnu Jatiya Party Secretary General জাতীয় পার্টি জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু
file pic

আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, দুটি দল সন্ত্রাসের পথে যাওয়ায় দেশের মানুষ এখন আতঙ্কে আছে। তারা মুক্তির জন্য জাপার দিকে তাকিয়ে আছে।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন সাবেক এই প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগ আর বিএনপি- দুই দলই দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছে মন্তব্য করে চুন্নু বলেন, দেশের মানুষ আজ তাদের ওপর বিরক্ত। মানুষ চায় না বিএনপি বা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে। তারা তৃতীয় একটি দল চায়। সেই দল হচ্ছে জাতীয় পার্টি। মানুষ চায় জাপার জি এম কাদেরের নেতৃত্বে দেশ এগিয়ে যাক।

বাংলাদেশে পাঁচ কোটি মানুষ বেকার এমন তথ্য তুলে ধরে ছাত্রদের এই আয়োজনে তিনি বলেন, বেকারদের নিয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের কোনো চিন্তা নেই। তাদের চিন্তা ক্ষমতায় থাকা নিয়ে।

জাতীয় পার্টি কখনো ছাত্রসমাজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাবে না এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, হরতালের নামে ছাত্রসমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিবে না জাপা।

জাতীয় পার্টি কোনো জোটে নেই জানিয়ে চুন্নু বলেন, আমরা ৩০০ আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছি।

চুন্নু বলেন, বিএনপির অভিযোগ তাদের আন্দোলন করতে দিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপি ১৯৯১-৯৬ সালে ক্ষমতায় ছিল তখন জাপা নেতাকর্মীরা রাস্তায় নামতে পারত না। জাতীয় পার্টিকে মিছিল-মিটিং করতে দেয়নি বিএনপি।

তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। আবার বিএনপি ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে বা হাওয়া ভবন সৃষ্টি করবে সেটাও দেশের মানুষ চায় না। কারণ, আওয়ামী লীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও চরিত্রগত পার্থক্য নেই।

জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, শেরীফা কাদের, আরিফুর রহমান খান, গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, আব্দুল হামিদ ভাসানী, নির্মল চন্দ্র দাস ও হেলাল উদ্দিন প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD