শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন




রোহিঙ্গাদের বিস্মৃত সংকটে পরিণত হতে দেবে না যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ১:৫৮ am
মিয়ানমার বার্মা উখিয়া Rohingya Refugee people Ethnic group Myanmar stateless Rakhine রাখাইন রোহিঙ্গা শরণার্থী জনগণ সংকট মিয়ানমার উচ্ছেদ বাস্ত্যুচ্যুত ক্যাম্প উখিয়া নাগরিক
file pic

জাতিসংঘের সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুকে ‘বিস্মৃত সংকট’ হতে দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত মার্কিন জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভালস নোয়েস।

রোববার ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ইউএনএফপিএ, এএফপি, ডব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় জুলিয়েটা ভালস নোয়েস এ কথা বলেন।

টুইট বার্তায় জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি ও তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে এমন সব মার্কিন অংশীদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নোয়েস।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোয়েসের সফর সম্পর্কে বলেছে, মিয়ানমারে ক্রমবর্ধমান মানবিক সংকট থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ও অন্যান্য ‘শরণার্থীদের’ আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে পাঁচ দিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশে এসেছেন জুলিয়েটা ভালস নোয়েস। ৭ ডিসেম্বর থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD