বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন




বারাকা পতেঙ্গার লভ্যাংশ অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৪:২১ pm
Baraka Patenga Power Limited BPPL বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বিপিপিএল
file pic

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে বারাকা পতেঙ্গার কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানার সঞ্চালনায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় লভ্যাংশ সহ অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।

সভায় স্বাগত বক্তব্য়ে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী বলেন, ২০২১ সাল থেকে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেড প্রতিটির মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। এছাড়াও কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগ করবে।

এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বান্তক সহযোগিতার জন্য অন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, ২০২১-২২ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত মুনাফা ছিল ২১.৫২ কোটি টাকা। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ইপিএস ছিলো ১ টাকা ২৫ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩০ জুন ২০২২ তারিখে ছিলো ২৮ টাকা ৯২ পয়সা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD