মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করে কাতার। এই টুর্নামেন্টটি রাজনৈতিক বার্তামুক্ত রাখতে চেয়েছে ফিফা।
শেষ হলো বহুল আলোচিত কাতার বিশ্বকাপ। ফাইনালে রোববার টাইব্রেকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে সমর্থকদের হাসি-কান্নার পাশাপাশি ছিল অনেক স্মরণীয় মুহূর্ত। ফ্যানদের দৃষ্টিতে এটি ছিল স্মরণকালের সেরা আসর। এবারের টুর্নামেন্টের আলোচিত কয়েকটি ঘটনা তুলে ধরা হলো পাঠকদের জন্য:
ফিফা সভাপতির বক্তব্য
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করে কাতার। এই টুর্নামেন্টটি রাজনৈতিক বার্তামুক্ত রাখতে চেয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ শুরুর আগে এলজিবিটিকিউপ্লাস ও অভিবাসী শ্রমিকদের প্রতি কাতারের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।
তাদের এসব সমালোচনাকে ‘ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
কাতারের মানবাধিকার নিয়ে প্রশ্নে ফিফা সভাপতি বলেন, তিন হাজার বছর ধরে ইউরোপীয়রা যা করে আসছে, তার জন্য আগামী তিন হাজার বছর ক্ষমা চাওয়া উচিত।
কাতারে বিশ্বকাপ ফাইনালের আগে বৈশ্বিক শান্তি নিয়ে ভাষণ দিতে ফিফার কাছে অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি, তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সাড়া দেয়নি সে অনুরোধে।
মরক্কোর ইতিহাস
কাতার বিশ্বকাপের আগে আফ্রিকার দেশগুলোর বিশ্বসেরার মঞ্চে সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনালে খেলা। এবারের বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের শেষ চারে ওঠে কাতারে ইতিহাস গড়ে মরক্কো।
সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারার আগে অ্যাটলাস লায়নরা বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে হারায়।
সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার
কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট ছিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার। ওই ম্যাচটিতে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় সৌদি।
এ ম্যাচের আগে তিন বছর অপরাজিত ছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি গোল পায়, দ্বিতিয়ার্ধে আর্জেন্টিনার জালে ২ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি।
জাতীয় সংগীত গায়নি ইরান ফুটবল দল
পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে কাতার ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে জাতীয় সংগীত গায়নি ইরানের ফুটবল দল।
ইরানে ‘সঠিকভাবে’ হিজাব না করার অভিযোগে গ্রেপ্তারের পর কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মারা যাওয়ার ঘটনায় দেশজুড়ে কয়েক মাস ধরে চলছে তুমুল বিক্ষোভ। সেই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।
জাপানের কাছে জার্মানির হার
এবারের কাতার বিশ্বকাপের আরেকটি বড় আপসেট ছিল জার্মানির বিরুদ্ধে জাপানের জয়। বিশ্বকাপ শুরুর প্রথম দিনেই ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দেয় এশিয়ার দেশটি।
পরে স্পেনের সঙ্গে ড্র করার পর ৮০ বছরের মধ্যে এই প্রথমবার নকআউট পর্বের আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে জার্মানি, যদিও দলটি কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জয় পায়।
ম্যাচ পরিচালানায় তিন নারী রেফারি
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একটি ম্যাচ দায়িত্ব পালন করেন তিন নারী রেফারি। গ্রুপ ই-তে জার্মানি বনাম কোস্টারিকার ম্যাচে প্রধান রেফারি হিসেবে ছিলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। তার সহযোগী হিসেবে ছিলেন ব্রাজিলের নেউজা ইনেস ও মেক্সিকোর কারেন দিয়াজ।
রোনালডোর স্বপ্নভঙ্গ
সম্ভবত কাতারেই ছিল পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালডোর শেষ বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল,ফলে খালি হাতে ফিরতে হয় সিআরসেভেনকে। এই ম্যাচের পর রোনালডোর অশ্রুসিক্ত মাঠ ছাড়ার দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে কোটি ফুটবল-ভক্তের।
নেইমারদের নৃত্য
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্ট শেষ করলেও ব্রাজিল দলের নৃত্য মন কেড়েছে ভক্তদের। এবারের বিশ্বকাপে ফেভারিট হিসেবেই এসেছিল সেলেসাওরা, তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকে ৪-২ গোলে হারে নেইমারের দল।
তার আগে রিচার্লিসনের নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপে অভিষেক ঘটায় পিজিওন ড্যান্স বা কবুতর নাচের।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে বড় জয়ের পর নেইমারদের ফুটবল দক্ষতার পাশাপাশি নাচের দক্ষতাও দেখে বিশ্ব।
বিশ্বকাপের অন্যতম সেরা ফাইনাল
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ফাইনালে দেখলো ফুটবলপ্রেমীরা। পেন্ডুলামের মতো দুলতে থাকা আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার এ ম্যাচে টাইব্রেকের আগে দুদলই তিনটি করে গোল পায়।
আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে ফিফা বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপে। এ রেকর্ড গড়ার মাধ্যমে ফরাসি তারকা ফুটবলসম্রাট পেলে ও তার স্বদেশি জিনেদিন জিদানসহ পেছনে ফেলেছেন চার কিংবদন্তিকে।