পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এখন সৌদি আরবে। সোমবার স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) স্পেনের মাদ্রিদ থেকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
রোনালদোর সঙ্গে রয়েছে একটি সহকারী দল এবং প্রাইভেট সিকিউরিটি ফার্ম। রিয়াদের বিলাসবহুল হোটেলে উঠেছেন তিনি। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১০টায় আল নাসরের হোম ভেন্যু মরসুল পার্ক স্টেডিয়ামে ভক্তদের সামনে রোনালদোকে উপস্থাপন করা হবে। সেখানে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করবেন তিনি। কথা বলবেন প্রেস কনফারেন্সে। রোনালদোকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বেশ কয়েকটি স্থানীয় টিভি চ্যানেলে।
নয়বারের লীগ চ্যাম্পিয়ন আল নাসর রোনালদোর সাইনিংকে বলছে ‘ইতিহাসের চেয়েও বেশি কিছু।’ এখন পর্যন্ত সৌদি আরবে খেলতে যাওয়া সবচেয়ে বড় ফুটবল তারকা রোনালদোই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে দলে ভেড়াতে বেতন বাবদ আল নাসরের খরচ হবে ২০০ মিলিয়ন ইউরো। ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো।
রোনালদো ছাড়াও আল নাসরে রয়েছেন কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা, আর্জেন্টিনার পিটি মার্টিনেজ, ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিস্কা, ক্যামেরুনের হয়ে বিশ্বকাপ মাতানো ভিনসেন্ট আবুবকর।
সাবেক ফরাসি তারকা রুডি গার্সিয়া সামলাচ্ছেন আল নাসরের ডাগআউট। রোনালদোর আগমনে দারুণ খুশি তিনি।
গার্সিয়া বলেন, ‘রোনালদোর মতো একজন খেলোয়াড়কে দলে নিতে পারাটা অসাধারণ ব্যাপার। সৌদি ফুটবলের উন্নয়নে অবদান রাখবে এটি। তার আগমনে আমরা খুবই আনন্দিত। প্রথম লক্ষ্য হচ্ছে সে যেন আমাদের ক্লাবে মানিয়ে নিতে পারে, খেলা উপভোগ করতে পারে এবং ভক্তদের বিনোদন দিতে পারে সেটি নিশ্চিত করা।’