সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন




অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে গরুর মাংস ও ডিম

অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে গরুর মাংস ও ডিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩ ৭:১৯ pm
SHWAPNO Supershop Super shop Shwapno Online Grocery Shopping স্বপ্ন সুপারশপ সুপারস্টোর সুপারশপ ব্র্যান্ড ফোরাম সুপারমার্কেট ব্র্যান্ড স্বপ্ন
file pic

দামে দিশাহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর জানালো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন অনেক পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি সেই সময় গরুর মাংস, ডিমসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ‘স্বপ্ন’।

এতে বলা হয়, গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে এবং ডিমের ডজন ১০৫ টাকায় পাওয়া যাবে ঢাকা এবং কুমিল্লার স্বপ্নের সব আউটলেটে।

স্বপ্নর পক্ষ থেকে আরও জানানো হয়, আগামীকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে স্বপ্নর ঢাকা ও কুমিল্লার সব আউটলেটে গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে (যা বাজারে এখন ৭০০ টাকা) এবং খোলা ডিম ১০৫ টাকা ডজনে বিক্রি হবে (যা বাজারে ১১৫ টাকা ডজনে বিক্রি হচ্ছে)।

এ ছাড়া লবণ, আটা, ময়দা, মিনিকেট চাল, অলিভ অয়েলসহ নানা পণ্যে জানুয়ারি মাসজুড়ে থাকছে সেরা অফার। সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা গরুর মাংস ৫ কেজি এবং ডিম ১ ডজন করে কিনতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD