বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন




মোংলা বন্দরে প্রথমবারের মতো একসঙ্গে বড় দুই জাহাজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩ ১২:০০ pm
LC এলসি exports Mongla Port Authority intermodal shipping Container freight transport ship rail truck unloading reloading cargo import trade Export Promotion Bureau EPB Export Market Launch Day Trip Ship Bangladesh Inland Water Transport Corporation BIWTC BIWTC Ferry transport ship watercraft amphibious vehicle passengers cargo water bus water taxi Ferry Ghat আমদানি রপ্তানি ডিপো কন্টেইনার জাহাজ নোঙ্গর শিপিং এজেন্ট ওশান ট্রেড মংলা মোংলা বন্দর কর্তৃপক্ষ ড্রেজিং নাব্য সংকট হ্যান্ডলিং ইকুইপমেন্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর আমদানি বাণিজ্য বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি ফেরি ফেরী ঘাট সার্ভিস গাড়ি বিআইডব্লিউটিসি খেয়া নৌরুট লঞ্চ চলাচল ফেরি লঞ্চ মোটরনৌযান যানবাহন বাহন ভাসমান নৌযান মোংলা বন্দর জেটি
file pic

মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মতো বড় মাপের দুটি কন্টেইনার জাহাজ একসঙ্গে নোঙ্গর করেছে। রবিবার (১৫ জানুয়ারি) বিকালে বন্দরের ৮ ও ৯ নম্বর জেটিতে ১৮৬ মিটার দৈর্ঘ্যের পানামার পতাকাবাহী ‘এম ভি মার্কস জার্কাতা’ ও ১৮৫ মিটার দৈর্ঘ্যের পর্তুগালের পতাকাবাহী ‘এম ভি ইউভেনা জাহাজ’ নোঙ্গর করে। জাহাজ দুটি হিমায়িত (মাছ), পাটজাত দ্রব্য ও গার্মেন্টস পণ্য নিতে মোংলা বন্দরে এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি জাহাজ দুটির শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের শিপিং ম্যানেজার এম এন আলম বলেন, এই প্রথম একই দৈর্ঘ্যের দুটি কন্টেইনার জাহাজ মোংলা বন্দরে এসেছে।

জেটিতে নাব্য সংকট দূর হওয়ায় এটি সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি জাহাজে ২৪৭টি কন্টেইনার এসেছে। এগুলো পণ্য বোঝাই করে কাল ও পরশু মোংলা বন্দর ত্যাগ করবে। সোমবার একই দৈর্ঘ্যের ‘কোটা রোকন’ আরও একটি কন্টেইনার জাহাজ জেটিতে ভিড়বে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘বন্দর জেটিতে বড় বাজেটের নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। ফলে যে কোনও বিদেশি জাহাজ অনায়াসেই এই জেটিতে নোঙ্গর করছে। এর আগে জেটিতে নাব্য সংকট থাকায় অনেক গভীরতা এবং বড় দৈর্ঘ্যের জাহাজ ভিড়তে সমস্যা হতো। এখন সেই সংকট নাই’।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD