রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন




পিএসপি

পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আসবে রেমিট্যান্স

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৭ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic/Reuters

ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এবার পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে সরাসরি বিদেশ থেকে রেমিট্যান্স আসবে। তাতে অতিরিক্ত কোনো চার্জ থাকবে না। রেমিট্যান্স আনতে আগ্রহী পিএসপি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল ও প্রক্রিয়া মেনে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংক আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া পিএসপি প্রতিষ্ঠান রেমিট্যান্স আনতে পারবে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইনভিত্তিক লেনদেন পরিষেবা দিয়ে থাকে, এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে এ কাজ করতে হবে পিএসপি প্রতিষ্ঠানগুলোকে। এ ক্ষেত্রে বিদেশ থেকে টাকা পাঠাতে সংশ্লিষ্ট দেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইনভিত্তিক লেনদেন পরিষেবা দিয়ে থাকে, এমন প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রা জমা দিলে পিএসপি প্রতিষ্ঠানের হিসাবে তা টাকায় জমা হবে।

উল্লেখ্য, দেশে আটটি প্রতিষ্ঠান পিএসপি সেবা দিয়ে থাকে। সেগুলো হলো—আইপে সিস্টেম লিমিটেড, ডি মানি বাংলাদেশ লিমিটেড, রিকারশন ফিনটেক লিমিটেড, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড, এবিজি টেকনোলজিস লিমিটেড, ডিজিটাল পেমেন্টস লিমিটেড ও সেবা ফিনটেক লিমিটেড।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD