বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন




ইছামতী নদীতে মিলল বিএসএফ সদস্যের লাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:০৬ pm
India flag ভারত পতাকা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতী থেকে এক বিএসএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হাড়দ্দহা দক্ষিণপাড়া সংলগ্ন ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করে বিজিবি।

মারা যাওয়া বিএসএফ সদস্যের নাম মোহাম্মদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ইছামতি নদীর বালুচর ৮৫ ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পের সিপাহি ছিলেন।

সাতক্ষীরার নীলডুমুর বিজিবির-১৭ আওতাধীন শাখার বিওপির ইনর্চাজ নায়েক সুবেদার আনিসুর রহমান জানান, ৮৫ বিএসএফের আওতাধীন সোবাহাম ক্যাম্পের চারজন বিএসএফ সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইঞ্জিনচালিত বোটে করে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী ইছামতীতে টহলে বের হন। ওই সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে টহল নৌকাটি উলটে যায়। টহলে থাকা অন্য তিনজন সদস্য সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।

তবে রিয়াজ উদ্দীন সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান। পরে ইছামতীর বাংলাদেশ সীমান্তের হাড়দ্দহ দক্ষিণপাড়া এলাকায় লাশ ভাসতে থাকে। বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করা হয়। বিএসএফের কাছে লাশ ফেরত দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD